গাজীপুরে অ্যাসাইনমেন্টের বরাত দিয়ে কলেজে পরীক্ষা নেওয়ায় অধ্যক্ষকে ১০ দিনের কারাদণ্ড
আলমগীর কবীর:
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় পরীক্ষার দুই শত খাতা,পরীক্ষার প্রশ্নপত্র ও রুটিন জব্দ করা হয়।দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষের নাম আব্দুল কাউয়ুম সরকার।সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী এ দণ্ড দেন।গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান,করোনা ভাইরাসের কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে সরকারি নির্দেশনা রয়েছে।মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) চলাকালীন সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে পরীক্ষা নেয়ার অভিযোগে ওই অধ্যক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের বরাত পরীক্ষা নিচ্ছিলেন। শিক্ষার্থীদের নিকট থেকে ফিও নিয়েছেন ।করোনাকালিন সময়ে অত্র কলেজের সব কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হওয়ায়,ভ্রাম্যমাণ আদালত কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।